AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
১২:৩৩ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৪

পিরোজপুরে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল পৌঁনে দশটায় জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার মিলনায়তনে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। মেলা প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষ ও আইসিটি মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম রফিক আহম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: নজরুল ইসলাম।

এসময় বক্তরা বলেন “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” স্লোগানকে সামনে বৃক্ষ দিয়ে আমাদের এ দেশকে সাজাই। বিভিন্ন ঝড় বন্যা ক্ষরা সহ প্রাকৃতিক দূর্যোগ থেকে এ বৃক্ষই আমাদের রক্ষার্থে সাহায্য করে। তাই আসুন বেশি করে বৃক্ষ রোপন করি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।

বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলায় বনজ ফলজ ঔষধি বৃক্ষের অর্ধশত স্ট্র্রল অংশগ্রহণ করে।

 

একুশে সংবাদ/এনএস
 

Link copied!