AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমছেই না রোহিঙ্গা অনুপ্রবেশ, হিসাব নেই সরকারি দপ্তরে


Ekushey Sangbad
টেকনাফ উপজেলা প্রতিনিধি, কক্সবাজার
১০:৩৬ এএম, ১০ সেপ্টেম্বর, ২০২৪
কমছেই না রোহিঙ্গা অনুপ্রবেশ, হিসাব নেই সরকারি দপ্তরে

রাখাইনে তীব্র সংঘাতের জেরে গত কয়েকদিন ধরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। সীমান্ত পেরিয়ে এ পর্যন্ত ১২ থেকে ১৫ হাজার রোহিঙ্গা ঢুকেছে উখিয়া-টেকনাফে।

তবে নতুন করে আসা এসব রোহিঙ্গার কোনো হিসাব নেই সরকারি দপ্তরে। উদ্যোগ নেই তাদের তালিকাভুক্ত করার। ফলে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে নতুন আসা এই রোহিঙ্গারা। তাতে পুশব্যাক বা আনুষ্ঠানিকভাবে আশ্রয় দেয়ার প্রশ্ন আসলে তখন তাদের খুঁজে পাওয়াই হবে কঠিন।

যদিও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলছে, সরকারি নির্দেশনার আগে তাদের ব্যাপারে কিছু করার সুযোগ নেই।

রোহিঙ্গাদের ঢুকতে দেয়ার ঘোর বিরোধিতা করে স্থানীয় নাগরিক সমাজ বলছেন, পরিস্থিতির কারণে যারা ঢুকছে তাদের ব্যাপারে এখনই পদক্ষেপ দরকার। একইসঙ্গে রোহিঙ্গা প্রবেশে জড়িত দালালদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক এইচএম নজরুল ইসলাম বলেন, আর একটি রোহিঙ্গাও যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে সে জন্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের কঠোর পদক্ষেপ চাই আমরা।

আর কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, রোহিঙ্গাদের সঠিক তালিকা আমরা পাচ্ছি না। কারণ তারাও মনে করছে যে ওরা তালিকাভুক্ত হলে আবার তাদের পুশব্যাক করা হতে পারে। সেজন্যে তারা পালিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে বা আত্মীয়ের বাড়ি আশ্রয় নিচ্ছে। তবে রোহিঙ্গা অনুপ্রবেশের সঠিক তালিকা আমাদের থাকা দরকার।

উখিয়া-টেকনাফের স্থল ও নৌপথে অন্তত ৩০টি পয়েন্ট দিয়ে গেল কয়েকদিনে অনুপ্রবেশ করেছে ১২ থেকে ১৫ হাজার রোহিঙ্গা। মূলত একাধিক দালাল চক্রের হাত ধরে তারা ঢুকে পড়ছে বাংলাদেশে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!