AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ফেসবুকে কমেন্ট নিয়ে

ভাঙ্গায় ইতালি প্রবাসির বাড়িতে ভাংচুর লুটপাট


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
১১:১৯ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৪
ভাঙ্গায় ইতালি প্রবাসির বাড়িতে ভাংচুর লুটপাট

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফেসবুকে কমেন্টস করাকে কেন্দ্র করে ইতালি প্রবাসী রবিউলের বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভাঙ্গা থানায় অভিযোগ দিয়েছেন প্রবাসীর স্ত্রী সাবিনা বেগম।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরপাড় গ্রামের ইতালি প্রবাসী রবিউল হাওলাদারের সঙ্গে পূর্ব শত্রুতা নিয়ে একই গ্রামের জামাল হাওলাদারের সঙ্গে ফেসবুকে কথা চালাচালি হয়। রবিউল ইত্যালিতে ও জামাল দেশে থেকে মোবাইলে কথা কাটাকাটি করে। 
সেই জের ধরে  জামাল হাওলাদার লিটু হাওলাদার ও মনির হাওলাদার, ইতালি প্রবাসী রবিউলকে না পেয়ে  বড় ভাই কিরাম হাওলাদার কে আজিমনগর বাঁশতলা এলাকায় একা পেয়ে মারধর করে।

মারধর করেও ক্ষ্যান্ত হন নাই প্রতিপক্ষ জামাল হাওলাদার । তারা আবার গ্রামে এসে সঙ্গবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী রবিউলের বাড়িতে গিয়ে ভাংচুর,লুটপাট করে তান্ডব চালায়। এবং রবিউলের চাচাতো ভাই আলেম হাওলাদারেরএকটি  দোকানেও ভাঙচুর লুটপাট চালায় হামলাকারীরা।
এ ঘটনায় প্রবাসী রবিউলের স্ত্রী বাদী হয়ে ভাংগা থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার  জহির হাওলাদার জানান, মোবাইল ফোনে কথা কাটাকাটির জন্য জামাল হাওলাদার যে তান্ডব চালিয়েছে সত্যি দুঃখজনক। আমরা গ্রামবাসী এই তান্ডবের নিন্দা জানাই।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফেসবুকে কমেন্টস করাকে কেন্দ্র করে ইতালি প্রবাসী রবিউলের বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষ জামাল হাওলাদারের বক্তব্য চাওয়ায় তিনি ক্ষিপ্ত হন এবং বক্তব্য দিতে রাজি হয়নি।

অন্যদিকে এ ঘটনায় ভাঙ্গা থানার মামুন আল রশিদ জানান, থানায় অভিযোগ  দিতে পারে তবে আমি এখনো অবগত নই, দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!