সেনাবাহিনী প্রধান লে. জেনারেল ওয়াকার উজজমান আজ মঙ্গলবার ফেনীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসেন। তিনি দুপুরে হেলিকপ্টারযোগে ছাগলনাইয়া কলেজ মাঠে পৌঁছান।
এরপর সেনাপ্রধান ছাগলনাইয়ার বন্যাদুর্গত এলাকা এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী নিজ হাতে পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা সেক্টর কমান্ডার জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর আলমসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বন্যার্তদের আশ্বস্ত করে বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে শিশুদের খাদ্য, জরুরি ওষুধপত্র এবং অন্যান্য ত্রাণ সামগ্রী দ্রুত সবার হাতে পৌঁছে দেওয়া হবে। কোনো ধরনের গুজব না ছড়িয়ে সবাইকে একত্রিত হয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

