বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাগেরহাট-৩ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, বিএনপি সরকারে এলে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়তে দেশের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার নানা উদ্যোগ গ্রহণ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ। আগামীর বাংলাদেশ হবে উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আল ইসলামসহ ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

