ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ।
ফলে উৎসব উপলক্ষে শোভাযাত্রা বাতিল করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার`র মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সংগীত কুমার পাল ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা কমিটির সাথে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায় সেখানে।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সংগীত কুমার পাল জানান, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর। বন্যার্তদের দুর্দশার চিত্র দেখে ভক্তদের মনে অসহায়দের পাশে থাকার প্রেরণা জাগে। আমরা আমাদের জায়গা থেকে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করছি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

