ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টর আওতায় "জিংক গম ও জিংক ধান" শীর্ষক একটি স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) ইএসডিও`র পরিচালনায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন কুমার রায়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে ৮১ জন ছাত্রী ও ১১ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

