চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৬নং ওয়ার্ড কোদালা নতুন পাড়ায় শুভ উদ্বোধন হল মসজিদে ওমর(রাঃ)।
শুক্রবার (২২ আগষ্ট) জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটির শুভ উদ্বোধন করেন। সমাজসেবক মুহাম্মদ আবু হায়দার চৌধুরী`র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোদালা মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুফতি আব্দুল কাদের। উদ্বোধক ছিলেন মসজিদের জমিদাতা ও সৌদি আরব রাঙ্গুনিয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট দানবীর ও সমাজসেবক মুহাম্মদ আব্দুল কুদ্দুস।
প্রধান আলোচক ছিলেন মাওলানা হাফেজ জাফর সাদেক ফটিয়া, এসময় উপস্থিত ছিলেন কোদালা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ জমির উদ্দিন তালুকদার, সমাজসেবক মুহাম্মদ শামসুল আলম, ডা. মুহাম্মদ কুতুবউদ্দিন, মুহাম্মদ নাছের উদ্দিন কন্ট্রাক্টর, ইউনুস মনি, আব্দুল হালিম, কাজী লোকমান, সমাজসেবক মুহাম্মদ হাসান কোম্পানী, সাবেক ইউপি সদস্য নুরুল আলম, হাফেজ নুরুল আমিন, মুহাম্মদ ফারুক, নজরুল ইসলাম, হাজী আব্দুল হালিম, মঞ্জু চৌধুরী, শহিদুল্লাহ, হায়দার খান, আব্দুল করিম, বাহাদুর, লেদা, ইদ্রিস, আবুল ফয়েজ আনসারী প্রমুখ।
স্থানীয়রা বলেন, এই এলাকায় দীর্ঘদিনের একটি মসজিদের চাহিদা ছিল। অবশেষে ৪০বছর পর বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আব্দুল কুদ্দুস ও আব্দুর রহমান ভূমি দানের মাধ্যমে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে হাফেজ খোরশেদ ও সিরাজের মাধ্যমে দুই আরবিয়ানের সহযোগিতায় মসজিদটি নির্মান সম্পূর্ণ হয়।
এদিকে বিশিষ্ট দানবীর মুহাম্মদ আব্দুল কুদ্দুস হাজী ওমর আলী ফাউন্ডেশনের মাধ্যমে কোদালা ইউনিয়নের মধ্যে আরো ৫টি মসজিদ নির্মানের জন্য ভূমি দানের প্রতিশ্রুতি দেন।
একুশে সংবাদ/বিএইচ