AB Bank
ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমরা কারও ওপর প্রতিশোধ নিবোনা : জামায়াতের আমির


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৬:১৭ পিএম, ২৩ আগস্ট, ২০২৪
আমরা কারও ওপর প্রতিশোধ নিবোনা : জামায়াতের আমির

নরসিংদীতে জামায়াতে ইসলামীর আমির ডা : শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৫ বছর একটি দলের ওপর যে রকম জুলুম করা হয়েছে বাংলাদেশের অন্য কোন দলের ওপর সে জুলুম করা হয়নি। সে দলটার নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার (২৩ জুলাই) সকালে নরসিংদী শহরের ব্রাহ্মন্দীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে নিহত ১৯ জন পরিবারের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

ডা : শফিকুর রহমান বলেন, একে একে ১১ জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারের নামে জুলুম করে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের শত শত কর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে। দুই নয়ন খুলে নেয়া হয়েছে। গুলি করে অন্ধ করে দেয়া হয়েছে। হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। কি যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম। কিন্তু আমরা পরিস্কার ঘোষণা করেছি আমরা কারও ওপর প্রতিশোধ নিবোনা।

এ সময় তিনি আরও বলেন, এই দেশে পট পরিবর্তনের পর কোন দলের প্রতিশোধ নেওয়ার অধিকার বর্তায়, সকলের আগে বর্তাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের। আমরা যদি প্রতিশোধ না নেই তাহলে আমরা জানিয়ে দিচ্ছি কাউকে আমরা সহজে প্রতিশোধ নিতে দিবোনা ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে। আমরা সামগ্রিকভাবে ক্ষমা করে দিতে চাই কিন্তু ব্যক্তিগতভাবে যে অপরাধ করেছেন ইনসাফের দাবী হচ্ছে তাকে তার অপরাধের শাস্তি পেতে হবে। কিন্তু তাই বলে আমরা কেউ আইন হাতে তুলে নিবো না।

নরসিংদী জেলা জামায়াতের আমির মাওলানা মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান মিলন, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা জাহাঙ্গাীর আলম, জেলা ছাত্র শিবির সভাপতি তাওহীদুল ইসলাম , শহর ছাত্রশিবির সভাপতি রুহুল আমিন।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন জামায়াতের আমির ডা: শফিকুল রহমান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!