AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রেতা নেই নৌকার হাটে



ক্রেতা নেই নৌকার হাটে

হাটু পরিমান জমে থাকা বৃষ্টির পানিতে বসেছে নৌকার হাট। সারি সারি নৌকা বিক্রির জন্য প্রস্তুত। নেই কোন ক্রেতা। ক্রেতার অপেক্ষা করতে করতে নৌকার উপর ঘুমিয়ে পড়েছেন বিক্রেতা অশোক মন্ডল।


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বাজারে বসে এই নৌকার হাট। বর্ষার শুরতে বেশ জমজমাট থাকলেও এখন সেই নৌকা বিক্রির সেই জৌলস নেই। সারাদিন বসে দু’একটি নৌকা বিক্রি করতে পারছেন এক একজন বিক্রেতা। মাসখানেক আগেও প্রতি হাটে একজন বিক্রেতা কম হলেও ২৫ টি নৌকা বিক্রি করতে পেরেছেন। প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজারে বসে নৌকার হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাট।


বিক্রেতা অশোক মন্ডলের সাথে কথা হলে তিনি জানান, উপজেলা ধারাবাশাইল গ্রাম থেকে তারাশি বাজারে এসেছেন নৌকা বিক্রি করতে। ক্রেতার অভাবে সকাল থেকে সারাদিন ১টি নৌকাও বিক্রি করতে পারেন নি তিনি। তাই পডন্ত বিকেলে নৌকার উপরই ঘুমিয়ে পড়েছিলেন।


অশোক মন্ডল বলেন, বর্ষার শুরতে এখানে নৌকার হাট বেশ জমে ওঠে। তখন প্রতি হাটে ২৫ থেকে ৩০ টি নৌকা তিনি বিক্রি করেছেন। তাছাড়া সপ্তাহের অন্যান্য দিনও প্রায় ১০ টি নৌকা বিক্রি করেন। অন্যেরাও এই পরিমান নৌকা বিক্রি করেছেন এ সময়। এখন বেচাকেনা কমে গেছে। আরো মাসখানেক চলবে এই হাট।


অন্য এক নৌকা বিক্রেতা সলেমান শেখ জানান, সারাদিনে তিনি ২ টি নৌকা বিক্রি করেছেন। অপেক্ষায় আছেন ক্রেতার। উপজেলার টুপরিয়া গ্রাম থেকে সুমন মল্লি নামে এক ব্যক্তি এখানে নৌকা কিনতে এসেছেন। শুকনো মৌসুমে পায়ে হেটে যাতায়াত করতে পারলেও বর্ষার সময় নৌকা ছাড়া বাড়ির কেউ বের হতে পারেন না। তাছড়া এ সময় নৌকা দিয়ে তিনি মাছ ধরে ও শাপলা তুলে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তাঁর পুরোনো নৌকা ভেঙ্গে যাওয়ায় তিনি তারাশী বাজারে এসেছেন নৌকা কিনতে ।


নৌকা ব্যবসায়ীরা বলেন, এই নৌকা বাজারে মূলত ১২ ফুট থেকে ১৬ ফুটের ছোট ও মাঝারি আকারের নৌকা বেশি বিক্রি হয়। অনেকে শুধু বর্ষাকালের নৌকা ব্যবসা করে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!