শেরপুরের নালিতাবাড়ী হিরনময়ী স্কুল ও কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৪ আগস্ট) কলেজের অডিটরিয়ামে সকাল ১১টায় অধ্যক্ষ আমিনুল হকের সভাতিত্বে আলোচনা সভায় ব্ক্তব্য রাখেন স্কুল শাখার সহকারি প্রধান শিক্ষক আব্দুস সাত্তার। ইসলাম শিক্ষার প্রভাষক আব্দুল মোমেনের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক গোলাম মাস্তফা, মামুন কবির প্রমুখ।
একাদশ শ্রেনির নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে অধ্যক্ষ আমিনুল হক বলেন, একাদশ শেনির শিক্ষার্থীরা যে অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে শিক্ষা গ্রহন করতে পারে। উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
আজকের নবীন শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :