চলমান সময়ে দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ চত্তরে সম্মিলিত সংগ্রামী সনাতনী সমাজের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মের হাজার হাজার নারী পুরুষ বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন নিয়ে এই কর্মসূচীতে অংশগ্রহণ করে।
উপজেলা চত্তরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সমাবেশে এডভোকেট নিখিল দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রানী সরকার, শিক্ষার্থী অসিত বসু উত্তম, শুভ্র সিকদার, টিটব বাড়ৈ, স্বপন বাকচী, আশুতোষ দাস, সজল বালা, প্রনব মল্লিক, অঞ্জলী হালদার, শিপ্রা বিশ্বাস, লিপিকা দাস প্রমুখ বক্তব্য রাখেন।
চলমান সময়ে দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এডভোকেট নিখিল দত্ত দ্রুত সময়ের মধ্যে হিন্দু সুরক্ষা আইন করার দাবী জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :