ময়মনসিংহের গৌরীপুরে আইন শৃংখলা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ,ছাত্র-জনতা, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহামেদের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর নাঈম হাসান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন,আহাম্মদ তায়েবুর রহমান হিরণ,অধ্যাপক আনোয়ার হোসেন,হাফেজ আজিজুল হক,জামায়েত নেতা শামছুল ইসলাম,উপজেলা পুঁজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল সরকার,হিন্দু বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল,ছাত্র সমন্বয়কারী মোজাম্মেল হক প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক,ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :