AB Bank
ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে শতাধিক পরিবার পানিবন্দি


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৫:২২ পিএম, ২ আগস্ট, ২০২৪
খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে শতাধিক পরিবার পানিবন্দি

টানা দুদিনের ভারী বর্ষনের ফলে পাহাড়ি ঢলে চেঙ্গী নদীর পানি বেড়ে যাওয়ায় খাগড়াছড়ির নিম্ন অঞ্চলের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

শুক্রবার ( ২ আগষ্ট ) ভোর থেকে মৌসুমী বায়ু প্রভাবে জেলা শহরের কালাডেবা, ঠাকুরছড়া, মুসলিমপাড়া, মেহেদীবাগ ও গঞ্জপাড়ার  নিম্নাঞ্চলের বসতবাড়ি গুলোতে পানি ঢুকে পড়ে।  নিচু এলাকা প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েন এলাকার নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষ। দুই মাসের ব্যবধানে তিনবার প্লাবিত হয়ে জনদুর্ভোগে পড়েছেন নদী ও ছড়ার পাড়ে বসবাসরত জন সাধারণ।

দীঘিনালা ২য় শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারি পরিচালক আব্দুর রহিম জানান - গত ২৪ ঘন্টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, প্রবল বর্ষণের ফলে জেলার নিম্নাঞ্চল গুলো প্লাবিত হওয়ায় দুর্গত মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেকোন ধরণের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!