ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। এ সময় পুলিশ ২ ছাত্রকে আটক করেছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তা এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে পীরগঞ্জ পৌর শহরে মিছিল বের করে কোটা বিরোধীরা। মিছিলটি পূর্ব চৌরাস্তায় আসলে তাদের বাধা দেয় পুলিশ।
এ সময় পুলিশের সাথে কোটা বিরোধীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে শুভ শর্মা ও ওমি নামে দুই শিক্ষার্থী আটক করে পুলিশ। শুভ শর্মা সোনারগাও বিশ^বিদ্যালয় এবং ওমি ঢাকা বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, ধস্তাধস্তি হয়নি, কোটা বিরোধীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে তারা দুই জনকে আটক করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :