AB Bank
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কোটা সংস্কার আন্দোলন

নিহত ওয়াসিমের জানাজায় পেকুয়ায় মানুষের ঢল


Ekushey Sangbad
এসএম জুবাইদ, পেকুয়া, কক্সবাজার
০৩:৫৭ পিএম, ১৭ জুলাই, ২০২৪
নিহত ওয়াসিমের জানাজায় পেকুয়ায় মানুষের ঢল

চলমান কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজের অনার্সের শিক্ষার্থী ওয়াসিম আকরাম (২২) এর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের বাজারপাড়া গ্রামের মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শোকার্ত মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন নিহত ওয়াসিম আকরামের চাচা মাওলানা মো. জয়নাল। নামাজে জানাজা শেষে মুরারপাড়া পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয় ওয়াসিম আকরাম।

এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে ওয়াসিম আকরামের লাশ তার গ্রামে এসে পৌঁছায়। এলাকার শত শত মানুষ তার লাশ এক নজর দেখার জন্য বাড়িতে অপেক্ষমাণ ছিল। লাশ গ্রামে পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারি হয়ে যায় পুরো এলাকার পরিবেশ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসী শফিউল আলমের ৫ সন্তানের মধ্যে ওয়াসিম ছিলেন ২য়। তাঁকে ঘিরে অনেক স্বপ্ন ছিল মা-বাবার। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির।

মেধাবী এই তরুণের মধুর আচার-ব্যবহারের কারণে গ্রামে সবার প্রিয় ছিলেন আকরাম। ওয়াসিম আকরামের চাচা মাওলানা জয়নাল বলেন, পেটের তাগিদে ও ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য তার বাবা বিদেশ পাড়ি জমান। আজ তার অর্জিত অর্থ ও কষ্ট সম্পন্ন ব্যর্থ।

এলাকাবাসী জানান, ছোট থেকেই ওয়াসিম ছিলো অত্যন্ত মেধাবী। অসাধারণ ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল।

সে স্থানীয় মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ভাল ফলাফল করে। পরে মেহেরনামা উচ্চবিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি পাস করেন। তারপর চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করে এবং একই কলেজে সমাজবিজ্ঞান বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যায়ন করেন। বেঁচে থাকলে ওয়াসিম আকরাম জীবনে অনেক বড় হতেন এবং পরিবারসহ এলাকার জন্য যথেষ্ট অবদান রাখতেন বলে মনে করেন এলাকাবাসী।

জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মন্জু প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে চলমান কোটাবিরোধী আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয় পেকুয়ার মেধাবী শিক্ষার্থী ওয়াসিম আকরাম।

তার নামাজে জানাজা শেষে পেকুয়া ছাত্র সমাজের চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম হত্যার বিচার ও কোটা সংস্কার দাবি মেনে নেওয়া জন্য পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে চৌমুহনী চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী হিরণ, সাজ্জাদসহ অনেকই।

এদিকে সকাল থেকে পেকুয়ার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ ও বিজিবি অবস্থান করছে।

 

একুশে সংবাদ/সা.আ
 


 

Link copied!