ফরিদপুরে বৈষম্যমূলক কোটা পুনর্বহালের রায় বাতিল এবং সরকারি চাকরির সকল গ্রেডে কোটা সংস্কারের দাবিতে পথসভা, মিছিল ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) দুপুরে শহরের জনতা ব্যাংকের মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ফরিদপুর জেলা শাখার ব্যানারে পথসভা করে।
পথসভায় ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি আবরার নাঈম ইতু, জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য আরাফাত শাহ, বিজয় বিশ্বাস, কায়েস হোসেন প্রমুখ। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
পরে সেখান থেকে মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মহামান্য রাষ্ট্রপতি বরাবর লিখিত স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

