AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে অবৈধ ট্রাকের ধাক্বায় প্রাণ গেল দুইজনের


শ্রীমঙ্গলে অবৈধ ট্রাকের ধাক্বায় প্রাণ গেল দুইজনের

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় অবৈধ বালুবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে এক নারী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে সাদিয়া নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাদিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার পশ্চিম পাত্রীকুল এলাকার মৃত কলিম উল্লার মেয়ে পিয়ারা বেগম (৫৫) এবং উপজেলার আলিশারকুল এলাকার মৃত দুদু মিয়ার শিশু মেয়ে সাদিয়া আক্তার (৮)। সোমবার (১ জুলাই) রাতে  শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এ ঘটনায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এবং ঘাতক চালককে দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। চালককে গ্রেফতার না করা পর্যন্ত রাস্তা থেকে লাশ সরাবেননা বলেও উত্তেজিত জনতারা আলটিমেটাম দিচ্ছেন।

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত এলাকাবাসীকে শান্তনা দের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি ট্রাক আটক করেছে পুলিশ। ঘাতক চালককে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে জোর চেষ্টা চালানো হচ্ছে।

ইউএনও মো. আবু তালেব বলেন, দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন থেকে আর অবৈধভাবে কেউ বালুর ব্যবসা করতে পারবে না। জেলা প্রশাসকের সাথে আমি একটু আগে কথা বলেছি তিনি বলেন অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং অবৈধ বালু ব্যবসা বন্ধে পদক্ষেপ নিতে।

উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় বলেছেন, বালু চোরদের বিরুদ্ধে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!