স্কুলের দ্বিতল ভবনের নিচতলার বারান্দাজুড়ে খড়ের স্তূপ, মাঠের একপাশে লাউ গাছের মাচা।
সম্প্রতি রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কলকিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন একটি চিত্র ধারণ করে সাংবাদিকরা।
বিষয়টি নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন`কে কৈফিয়ত (শোকজ) তলব করেছে উপজেলা শিক্ষা অফিসার।
৩০ জুন রাজীবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ হোসেন স্বাক্ষরিত কৈফিয়ত তলবের চিঠি ওই প্রধান শিক্ষককে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষা অফিসার ফরহাদ হোসেন বলেন, পত্রিকার মাধ্যমে বিষয়টি জানতে পোরে কলকিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কৈফিয়ত তলব করা হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
কলকিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন, ঈদের ছুটিতে স্কুল বন্ধ ছিল। সেসময় স্থানীয়রা সবার অজান্তেই খড় রাখে বারান্দায়। বিষয়টি জানার সাথে সাথে তাদের খড় সরিয়ে নিতে বলা হয়েছে। লাউ গাছের মাচার বিষয়ে তিনি বলেন, হঠাৎ সেখানে একটি লাউ গাছ হয়ে ছিল গাছটি বড় হয়ে যাওয়ায় স্কুলের প্রতিবেশী বাসিন্দা সেখানে মাচা করে দিয়েছে। মাচাটি অপসারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
একুশে সংবাদ/এসএডি
আপনার মতামত লিখুন :