AB Bank
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ গ্রহণ


নান্দাইলে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ গ্রহণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ গ্রহনঅনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ বাক্য পাঠ করান। 

নান্দাইল উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক তাসলিমা বেগম তামান্না শপথ গ্রহন করেন। 

বৃহস্পতিবার থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিগণ স্ব-স্ব চেয়ারের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নান্দাইলবাসী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে অভিনন্দন সহ সাধুবাদ জানান। পাশাপাশি সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নান্দাইলবাসীর উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!