মনের পশুকে কোরবানির ব্রত নিয়ে সারা দেশে ১৭ জুন সোমবার উদযাপিত হচ্ছে মুসলিমদের প্রধানতম ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল আজহা।
এবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে নামাজ আদায় করেছেন।
সোমবার (১৭ জুন) সকালে ভাঙ্গুড়া উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এদিন ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

