AB Bank
ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘শ্রীমঙ্গল’ পর্যটনকেন্দ্র- এর নামরহস্য জানেন কি?


Ekushey Sangbad
শাহ আলম ডাকুয়া
০৩:৫২ পিএম, ১৬ জুন, ২০২৪
‘শ্রীমঙ্গল’ পর্যটনকেন্দ্র- এর নামরহস্য জানেন কি?

‘শ্রীমঙ্গল’ মৌলভীবাজারের একটি উপজেলা হলেও এটি ১৯৩৫ সালে পৌরসভা হিসেবে ঘোষিত হয়। এতেই বোঝা যায়- এ শ্রীমঙ্গল কত উন্নত জনপদ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি- চাবাগানের রাজধানী বলে খ্যাত এ জনপদের অনেক পুরনো ইতিহাস রয়েছে। 

শ্রীমঙ্গল বর্তমানে (২০২৪ সাল) বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান। এখানে রয়েছে কয়েকটি আন্তর্জাতিক মানের রিসোর্ট-রেস্ট্রুরেন্ট। মনোমুগ্ধকর চাবাগান।

‘শ্রী দাস’ ও ‘মঙ্গল দাস’ নামে দু’জন ধনবান হিন্দু প্রথমে হাইল-হাওরের তীরে বসতি স্থাপন করেছিলেন। এ দু’ভাইয়ের নামানুসারে শ্রীমঙ্গল নামকরণ করা হয় এ জনবসতির। 

অন্য একটি ধারণায় বলা হয়েছে, শ্রীমঙ্গল শহরের অদূরে ‘মঙ্গলচন্ডী’ দেবতার একটি স্থলী বা মন্দির ছিল। তার নামানুসারে ‘শ্রীমঙ্গল’ নামকরণ করা হয়েছে। রাজধানী ঢাকা থেকে প্রায় ২শ কি.মি. দূরত্বে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে প্রকৃতির আদুরেকন্যা, সুবিশাল পাহাড়ের পাদদেশে আর হাইল-হাওরের পিঠে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ উপজেলা শ্রীমঙ্গলের অবস্থান। চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলের আয়তন ৪২৫.১৫ বর্গকিলোমিটার। 

সেমিট্রি


শ্রীমঙ্গলের নামের আরেকটি তথ্য পাওয়া যায়- বাবু প্রকৃত রঞ্জন দত্ত (এডভোকেট হাইকোর্ট ডিভিশন সিলেট) রচিত ‘সাতগাঁও এর ইতিহাস’ নিবন্ধ হতে। এতে বিভিন্ন লেখকের মত ও সূত্রের উদ্ধৃতিসহ বর্ণনা করেছেন যে, সাতগাঁও এর পাহাড়ে অধিষ্ঠিত শ্রী মঙ্গলচন্ডি মন্দিরকে কেন্দ্র করে এককালে মঙ্গলচন্ডির হাটের প্রতিষ্ঠা হয়। সেই মঙ্গলচন্ডির হাটই পরবর্তী কালে শ্রীমঙ্গল বাজারে রূপান্তরিত হয়। 

এর পর এ অঞ্চলে অধিক লোক সমাগম ঘটে এবং লোকমুখে শ্রীমঙ্গল বাজার হিসেবে এ অঞ্চল পরিচিতি লাভ করে। এখানে উল্লেখ যোগ্য যে, শ্রী মঙ্গলচন্ডির মন্দিরের বিলুপ্ত প্রায় ধ্বংসাবশেষ রয়েছে বর্তমান শ্রীমঙ্গল পৌরসভা হতে কয়েক ক্রোশ উত্তর পশ্চিমে।

রিসোর্ট


একুশে সংবাদ/ এসএডি

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!