"বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাধবপুর উপজেলার জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ এর পাঁচ হাজার ফলদ বৃক্ষের চারা রোপণ কর্মসূচি-২০২৪ এর উদ্বোধন করা হয়।
১২জুন ( বুধবার ) কর্মসূচির উদ্বোধনী দিনে স্কুল ক্যাম্পের চারিদিকে দুই শতাধিক আম, কাঁঠাল ও জামের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিংবডির সম্মানিত সভাপতি জনাব মো. নাছির উদ্দিন খাঁন, সুযোগ্য প্রধান শিক্ষক ও স্কাউট গ্রুপ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নুরুল্লাহ ভূঞা, বাংলাদেশ স্কাউটস মাধবপুর উপজেলার সম্মানিত কমিশনার জনাব সোলেমান মিয়া, সিনিয়র শিক্ষক জনাব মো. মহিউদ্দিন ভূঞা, ইউপি সদস্য জনাব আব্দুল হামিদ সেলিম, সিনিয়র শিক্ষক ও গার্লস্-ইন-স্কাউট গ্রুপের ইউনিট লিডার জনাব গৌরী রাণী বনিক, সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউট লিডার জনাব মোস্তাক আহাম্মদ প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

