AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে ‍‍`জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০‍‍` শীর্ষক কৃষক মাঠদিবস অনুষ্ঠিত


ঠাকুরগাঁওয়ে ‍‍`জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০‍‍` শীর্ষক কৃষক মাঠদিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হারভেস্টপ্লাসের বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টের আওতায় "জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০" শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১০ জুন) বিকেলে ইএসডিও‍‍`র আয়োজনে ও পরিচালনায় জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কাহানাই বিল হরসুয়া গ্রামে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

কৃষক মাঠ দিবস উপলক্ষে কাহানাই বিল হরসুয়া গ্রামে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নীহার রঞ্জন রায়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পীরগঞ্জের সেনগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হেমন্ত কুমার রায়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নবী, হেলাল বাবু, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ আশরাফুল আলমসহ ইএসডিও‍‍`র কর্মকর্তাবৃন্দ। কৃষক মাঠ দিবসের এই অনুষ্ঠানে ১৩৫ জন কৃষক ও  ৪০ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ বঙ্গবন্ধু ধান ১০০ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

এরপর ফসল কর্তন ও মারাইয়ে জিংক ধান বঙ্গবন্ধু ধান ১০০ এর একর প্রতি  ৭৬.২৫ মন ফলন পাওয়া যায়। এই জাতের ধান ও ফলন দেখে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষ খুব খুশী এবং তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

 
একুশে সংবাদ/ আ.আ./ এসএডি

 

 

 

 

 

Link copied!