AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরণখোলায় জেলে কার্ড থাকলেও চাল পায়নি ১২০ পরিবার



শরণখোলায় জেলে কার্ড থাকলেও চাল পায়নি ১২০ পরিবার

বাগেরহাটের শরণখোলায় স্মার্টকার্ড থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের দ্বিতীয় দফার ৪০ কেজি চাল থেকে বঞ্চিত হয়েছেন ১২০ জেলে পরিবার। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের দোয়াত কলম মার্কা সমর্থন করায় উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নে ১নং উত্তর রাজাপুর ওয়ার্ডের জেলে পরিবারগুলোকে চাল দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মকবুল হাওলাদার, মিলন হাওলাদার, রহমান হাওলাদার, রবিউল হাওলাদার, নাজেম হাওলাদার, সোহরাব হাওলাদার, খলিল হাওলাদার, আবুল বাশার তালুকদার, মোঃ হাসান, মোঃ হাবিব, মোঃ নাসির, সহ অনেকে জানান, গত মাসেও আমরা ৪০ কেজি করে চাল পেয়েছি। কিন্তু এ মাসে চাল আনতে গেলে আমাদেও কাউকে চাল দেয়া হয়নি। কারণ জানতে ইউনিয়ন চেয়ারম্যান এর সাথে দেখা করতে চাইলেও তিনি দেখা করেননি। পরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সত্তার বয়াতী জানায়, উপজেলা নির্বাচনে আমরা আসাদুজ্জামান মিলনের দোয়াত কলম মার্কা সমর্থন করি বিধায় আমাদের চাল দেবেনা। এ বিষয়ে রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার মোবাইলে ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্বব হয়নি।    

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদিপ্ত কুমার সিংহ জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। উপকারভোগী জেলেরা সুনিদৃষ্ট অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একুশে সংবাদ./মা.বি./ এসএডি

 

 

 

 

 

Shwapno
Link copied!