AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
শিশু ধর্ষণ মামলা

যুবককে আমৃত্যু কারাদণ্ড


Ekushey Sangbad
রাঙামাটির জেলা প্রতিনিধি
০৬:৩০ পিএম, ২৮ মে, ২০২৪

যুবককে আমৃত্যু কারাদণ্ড

রাঙ্গামাটি জেলায় শিশু ধর্ষণ মামলায় মো. মোজাম্মেল হক (৪০) নামে এক যুবককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টায় এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকার পুরানবস্তি পাড়ায় ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক মাদরাসাছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়। আসামি মো. মোজাম্মেল হক কৌশলে শিশুটিকে নিজ ঘরে ডেকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়রা ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে। একই সঙ্গে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় শিশুটির মা আসামির বিরুদ্ধে রাঙ্গামাটি কোতয়ালী থানায় মামলা করেন। ২০১৯ সালে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি আমলে নেয়।

এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি বলেন, আসামিকে নব্বই দিনের মধ্যে ক্ষতিগ্রস্তকে জরিমানার অর্থ জমা দানের নিদের্শ দিয়েছেন আদালত। এ অর্থ ক্ষতিগ্রস্ত শিশুটি ক্ষতিপূরণ হিসেবে পাবে। আসামি যদি এ ক্ষতিপূরণের টাকা দিতে ব্যর্থ হয়। তাহলে আসামির মালিকাধীন স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলাম করে সে অর্থ ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মো. আহমেদ অসন্তোষ প্রকাশ করে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

 

একুশে সংবাদ/জা.নি/সা.আ

Link copied!