AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় ‍‍`নো হেলমেট নো ফুয়েল‍‍` কার্যক্রম শুরু



কেন্দুয়ায় ‍‍`নো হেলমেট নো ফুয়েল‍‍` কার্যক্রম শুরু

দেশব্যাপী শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম। পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে চালাচ্ছেন সচেতনতামূলক প্রচার। সারা দেশের মতো ‘নো হেলমেট, নো ফুয়েল’ "হেলমেট নাই তো তেল নাই" বাস্তবায়নে মাঠে নেমেছে নেত্রকোনা জেলা পুলিশের নির্দশে কেন্দুয়া থানা পুলিশ। 

শনিবার (২৫ মে) দুপুরের দিকে উপজেলার পৌর শহরের মেসার্স হিমালয়  ফিলিং স্টেশনে ব্যানার টাঙিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় সহকারী  পুলিশ সুপার (কেন্দুয়া  সার্কেল) হোসেইন ফারাবী  ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক পিপিএম  নিজ হাতে ‘হেলমেট নেই তো তেল নেই’ এমন সচেতনতামূলক ব্যানার ওই পেট্রোল পাম্পে লাগিয়ে দেন। এসময় ছিলেন হিমালয়  ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মিজানুর রহমান সহ থানার পুলিশ সদস্যরা।

 যাদের মাথায় হেলমেট ছিল তাদেরকে পরামর্শমূলক উপদেশ দেন  এবং তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ওসি এনামুল। 

ওসি বলেন, যারা মোটরসাইকেল চালায়, হেলমেট তাদের জন্য খুব জরুরি। তাই পেট্রোল পাম্পগুলোতে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

আর জ্বালানি না পেলে কেউ মোটরসাইকেল চালাতে পারবে না। ফলে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেকটা কমে যাবে। পাশাপাশি আমাদের এ অভিযান চলমান থাকবে।তিনি আরও বলেন আজ কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকায় ড্রাইভিং লাইসেন্স না থাকা,গাড়ির কাগজ পত্র এবং হেলমেট না থাকা এমন পাঁচটি মোটর সাইকেল চালককে মামলা দেয়া হয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!