AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় জনবল সংকটে ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত সেবা



ভাঙ্গুড়ায় জনবল সংকটে ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত সেবা

দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভুগছে পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। ফলে কৃত্তিম প্রজনন, টিকা প্রদান, ক্ষুদ্র ঋণ প্রদান কার্যক্রমসহ পশুর চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রাণিসম্পদ অফিসে আসা লোকজনকে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, ভেটেরিনারি সার্জন পদসহ ১১টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ সাতটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

পাবনা জেলার সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী ভাঙ্গুড়া উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে প্রায় ৭৫০টি দুগ্ধ খামার রয়েছে। ছোট-বড় কয়েক‍‍`শ দুগ্ধ খামার রয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় হাসপাতালটিতে চিকিৎসাসেবা চরম ব্যাহত হচ্ছে।

ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় প্রাণী চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। শূন্য পদে জনবল নিয়োগ করা গেলে সেবার মান বৃদ্ধির পাশাপাশি কাজের পরিধিও বাড়বে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!