দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভুগছে পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। ফলে কৃত্তিম প্রজনন, টিকা প্রদান, ক্ষুদ্র ঋণ প্রদান কার্যক্রমসহ পশুর চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রাণিসম্পদ অফিসে আসা লোকজনকে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, ভেটেরিনারি সার্জন পদসহ ১১টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ সাতটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
পাবনা জেলার সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী ভাঙ্গুড়া উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে প্রায় ৭৫০টি দুগ্ধ খামার রয়েছে। ছোট-বড় কয়েক`শ দুগ্ধ খামার রয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় হাসপাতালটিতে চিকিৎসাসেবা চরম ব্যাহত হচ্ছে।
ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় প্রাণী চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। শূন্য পদে জনবল নিয়োগ করা গেলে সেবার মান বৃদ্ধির পাশাপাশি কাজের পরিধিও বাড়বে।
একুশে সংবাদ/বিএইচ