AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নায়িকা নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৯ পিএম, ১৮ মে, ২০২৫

নায়িকা নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে বিমানবন্দর ইমিগ্রেশনে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা প্রচেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের পৃষ্ঠপোষক অর্থদাতা হিসেবে নুসরাত ফারিয়াকে অভিযুক্ত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “আদালতের নির্দেশনার ভিত্তিতে ইমিগ্রেশনে নাম ওঠার ফলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর নিশ্চিত হয়ে আমরা তাকে গ্রেপ্তার করি।”

তবে আইনজীবী বা পরিবার সূত্রে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন ছিল একাধিক সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়া এক নাগরিক প্রতিরোধ, যেখানে বেশ কিছু সহিংস ঘটনা ও গ্রেপ্তার পর্ব দেখা যায়। এতে সরকারবিরোধী এবং পক্ষে—দুই পক্ষের নানা ধরনের অবস্থান ও ভূমিকাকে কেন্দ্র করে বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

এই ঘটনায় চলচ্চিত্র অঙ্গনের কেউ সরাসরি অভিযুক্ত হওয়ার ঘটনা এই প্রথম।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, ফারিয়াকে আজ সন্ধ্যার মধ্যে আদালতে হাজির করা হতে পারে। তার জামিন ও মামলার পরবর্তী প্রক্রিয়া সেখানেই নির্ধারিত হবে।

 


একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!