ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৭ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বাইখির গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সুমাইয়া আক্তার একই গ্রামের সিরাজুল মোল্লার স্ত্রী। পরিবার নিয়ে মাওলানা কাজী কেরামত আলীর বাড়িতে ভাড়া থাকতেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সুমাইয়ার স্বামী সিরাজুল ইসলাম ও তাদের মেয়ে বাড়ির বাইরে ছিলেন। রাত ৯টা ১৫ মিনিটের দিকে তারা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন সিরাজুল, তখন দেখতে পান সুমাইয়া আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।
তাৎক্ষণিক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে সুমাইয়াকে নিচে নামিয়ে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মহেশ অধিকারী বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/ ফ.প্র/এ.জে