গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বেসরকারি সংস্থা গণউন্নয়ন কেন্দ্রে (জিইউকে)-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।
মহিমাগঞ্জ বাজার মাস্টারপাড়া এলাকায় গণউন্নয়ন কেন্দ্রের অফিসে এ উপলক্ষে শিক্ষক আখতারুজ্জামান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, কচুয়া ইউপির চেয়ারম্যান লিয়াকত আলী, পূবালী ব্যাংক মহিমাগঞ্জ শাখা ব্যবস্থাপক সুসান আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম পলাশ, গণউন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ মা.সা/ এসএডি