AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
০৫:৩৬ পিএম, ১২ মে, ২০২৪

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব মা দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১২ মে খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ।

আলোচনাসভায় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগ এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিক ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক সুস্মিতা খীসা, জেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।

বিশ্ব মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা-সম্মান জানিয়ে বক্তারা বলেন, মায়ের ঋণ কখনো শোধ করার মতো কারো ক্ষমতা নেই, তাদের স্নেহ ভালোবাসা, লালন পালন, দায়িত্ব কর্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে সকল মায়ের প্রতি মহিমা স্মৃতিচারণ করেন। মা’দের নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ দেন। একজন মা নিজে না খেয়ে তার সন্তান’কে খাওয়ান। রৌদ বৃষ্টি সব কিছুকেই উপেক্ষা করে সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তায় বিভোর থাকেন একমাত্র
মা। যিনি কখনো ক্লান্ত হন না, প্রতিটি মুহূর্তে সন্তানের পাশে থেকে আগলে রাখেন পরম যত্নে।

আলোচনা শেষ খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তর গর্বিত ও সফল ৫০ জন মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

একুশে সংবাদ/ এসএডি

 

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!