সামিয়ানা টাঙিয়ে মাঠে বুথে ভোট দিচ্ছেন ভোটারা। এমন ভোটকেন্দ্র দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।
বুধবার (৮ মে) অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার কুট্টাপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামিয়ানা টাঙিয়ে ভোট নেওয়া হচ্ছে।
বৃষ্টিতে কর্দমাক্ত মাঠ পেরিয়ে ওই তিন বুথে ভোট দিতে হয়। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা চার হাজার ৯১২ জন। ছোট্ট একটি ভবনে এত ভোটারের ভোটগ্রহণ সম্ভব না বিধায় মাঠে টাঙানো হয়েছে সামিয়ানা। পাঁচটি বুথ ভবনে, তিনটি শামিয়ানার নিচে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মওদুদ আহমেদের দেওয়া তথ্য মতে, অন্য কেন্দ্রগুলোর চেয়ে এখানে মোটামুটি ভোটার ছিল। সকাল ৯টার মধ্যে ২০০-এর মতো ভোটারের ভোট পড়েছে এই কেন্দ্রে।
এদিকে সরাইলের রাজাবাড়িয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা নাগাদ ১৯৮টি ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার দীপংকর মণ্ডল। ওই কেন্দ্রে মোট ভোটার ৩০৯২। সকাল সোয়া ১০টার দিকে ওই কেন্দ্রে পক্ষাঘাতগ্রস্ত পিতা শামসুল আলমকে নিয়ে আসেন ছেলে মুক্তার হোসেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

