বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ছাদ থেকে পা ফঁসকে পড়ে গিয়ে মনিরুজ্জামান (৩৮) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।সোমবার (৬ মে) রাতে উপজেলা সদর রায়েন্দা হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান মিলন উপজেলার চাল রায়েন্দা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, সৌদি প্রবাসী মিলন সোমবার রাত ৯টার দিকে ঝড় বৃষ্টির সময় নিজ বাড়ির তিনতলার চিলেকোঠার ছাদে ওঠেন। সেখান থেকে অসাবধানতাবসত পা ফঁসকে ছাদ থেকে পড়ে তার মাথায় আঘাত লাগে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/চ.ট/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

