চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠ্যপুরা এলাকায় সেনাবাহিনীর অভিযানে ৭টি দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১শত ৩৬ লিটার মদ,৬টি মোবাইল ও ৬৫ হাজার ২শত ৪০ টাকা উদ্ধার করা হয়। বুধবার সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালখালীর শ্রীপুর -খরনদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকায় বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল প্রধানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩৬ লিটার দেশীয় মদ, ৬৫২৪০ টাকা, ৭টি দেশীয় অস্ত্র ও ৬ টি মোবাইলসহ মাদক ব্যবসায়ী প্রদীপ চক্রবর্তী ও রাজীব চক্রবর্তীকে এবং মাদক সেবনকারী সঞ্জিদ সরদার ও হারাধন সরদারকে আটক করা হয়।
সেনাবাহিনীর পক্ষে আরো জানানো হয়, জব্দকৃত মালামালসহ আসামিদের,কে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ//র.ন