হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছবুর হোসেন (৪২) অবসরপ্রাপ্ত আর্মি সদস্য নিহত হয়েছেন।
৪ মে (শনিবার) রাত সাড়ে নয় টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইট স্টার সিরামিক্স কোম্পানি সামনে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত ছুবুর হোসেন (৪২) উপজেলার নূরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, নিহত ছুবুর হোসেন নিজ বাড়ি থেকে চারু সিরামিক্স এ ডিউটি করার জন্য বাই সাইকেল যোগে যাওয়ার পথে দরগা গেইট নিরোলাক্স / স্টার সিরামিক্স কোম্পানির সামনে গাড়ি চাপায় নিহত হন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছবুর হোসেন (৪২) অবসরপ্রাপ্ত আর্মি সদস্য নিহত হয়েছেন।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

