মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়িতে একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৫ মে) সকাল ৯টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া গ্রামের দেউলবাড়ি বিল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, সকালে বাহেরপড়া গ্রামের দেউলবাড়ি বিলে মরদেহ পড়ে থাকতে দেখে টঙ্গীবাড়ি থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অনুমান ১৭-১৮ বছর বয়সী কিশোরের মরদেহ উদ্ধার করে। কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আরও জানান, দুর্বৃত্তরা কিশোরকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এছাড়া শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/এ.টি/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

