AB Bank
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু


Ekushey Sangbad
সাদুল্লাপু প্রতিনিধি, গাইবান্ধা
০২:২১ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪
সাদুল্লাপুরে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অসহনীয় গরমে অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক সরদার জহুরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৯ এপ্রিল ) সাদুল্লাপুর উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের পিছনে শ্রমিক সরদার জহুরুল ইসলামের অধীনে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির আওতায় শ্রমিকেরা মাটি কাটার কাজ করছিলেন।  এসময় ওই কাজ তদারকী করতে গিয়ে তীব্র গরমে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মৃত. জহুরুল ইসলাম উপজেলার জয়েনপুর গ্রামের মকবুল হোসেন খাঁ ওরফে ছোট গেদার ছেলে। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচির জয়েনপুর গ্রামের শ্রমিক সরদার ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, জহুরুল ইসলাম ওই ওয়ার্ডের মাটি কাটা কাজের তদারকির দায়িত্বে ছিলেন। বিদ্যমান তীব্র তাপপ্রবাহে আকস্মিক ভাবে অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এঅবস্থায় অন্যান্যে শ্রমিকেরা তাকে  দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই পথিমধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।  

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুরঞ্জন কুমার জানান, জহুরুল ইসলাম কে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তার মৃত্যুর কারন জানতে চাইলে তিনি বলেন, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!