ঠাকুরগাঁওয়ের হরিপুরে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে লতিফা (৪০) নামে এক বিধবা নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৯ এপ্রিল সোমবার সকাল অনুমান সাড়ে ১০টায় উপজেলার সিংহাড়ি গ্রামে। মৃত লতিফা উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।
সে তার দেবর ইলিয়াস এর পরির্বতে ৪০ দিনের কর্মসূচি মাটি কাটার কাজ করতে গিয়েছিল। সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান আবুতাহের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, অভাবের তাড়নায় ওই মহিলা তার দেবর ইলিয়াসের পরির্বতে শ্রমিক হিসেবে ৪০ দিনের কর্মসূচির মাটি কাটার কাজ করতে গিয়েছিল। সকালে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্টকে জ্ঞান হারিয়ে সে ঘটনা স্থলেই মারা যান।
এসময় তিনি আরো বলেন, এ কর্মসূচির কাজে কারো পরির্বতে কেই কাজ করতে পারবে না। সদ্যকে প্রতিদিন উপস্থিত হাজিরা দিতে হয়। পুরুষের পরির্বতে মহিলা কি ভাবে হাজিরা দিয়ে কাজ করছিল তা তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। এ ছারাও স্থানিয়রা অভিযোগ করে বলেন, এ কর্ম সূচির কাজের ব্যবপক অনিয়ম রয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের অবহেলার করণে এই দূরঘটনাটি ঘোটলো। আমরা এর প্রতিকার চাই ।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

