AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লোডশেডিং ও গরমে অতিষ্ট নালিতাবাড়ীবাসী



লোডশেডিং  ও গরমে অতিষ্ট নালিতাবাড়ীবাসী

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুতের লোডশেডিং ও দাবদাহে গরমে অতিষ্ঠ উপজেলাবাসী। একদিকে বৈশাখের প্রচন্ড দাপদাহ অন্যদিকে বিদ্যুতের ঘন্টারপর ঘন্টা লোডশেডিংয়ে মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিসহ।

এদিকে লোডশেডিং এর কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে পল্টিশিল্পের, ধানের চাতালের। বিদ্যুত বিভ্রাটে ক্ষতিগ্রস্থ হচ্ছে অটো রাইচ মিলের। অটোরাইচ মিলমালিকরা লোকসানের আশংকা করছে। শ্রমিকরা অলস সময় পার করছে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যতের লোডসেডিং এর কারনে বোর আবাদে পানি দিতে পারছেন কৃষকরা। আবাদের শেষ মুহুর্তে পানি না দিতে পারলে ধানের চিটা হতে পারে বলে কৃষকরা জানিয়েছে।

নালিতাবাড়ী পল্লি বিদ্যুত ও বিদ্যুত উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, বিদ্যুতের সঠিক ব্যবহারের জন্য পল্লি বিদ্যুতকে ১১ টি ফিডার বা অঞ্চল পিডিবিকে ৫টি ফিডারে ভাগ করা হয়।

নালিতাবাড়ীতে পল্লি বিদ্যুতের প্রায় ৫৫ হাজার গ্রাহকের চাহিদা রয়েছে ১৭-১৮ মেগাওয়াট। বর্তমানে সরবরাহ আছে ৬-৭ মেগাওয়াট বিদ্যুত। অন্যদিকে পিডিপির প্রায় ১৫ হাজার গ্রাহকের সাডে ৭ মেগাওয়াট চাহিদার বিপরিতে সরবরাহ রয়েছে ৩ মেগাওয়াট।

খড়খড়িয়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাইনুল ইসলাম লিটন বলেন, এই গরমে লোডসেডিং কারনে প্রাথমিক বিদ্যায়ের শিক্ষার্থীদের চরম ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীরা পড়ায় মনোযোগি হতে পারছে না।

শেরপুর পল্লি বিদ্যুত সমিতির নালিতাবাড়ী শাখার এজিএম হাবিবুর রহমান জানান, ময়মনসিং অঞ্চলের হাই ভোল্টেজের লাইনের ঘাটতি থাকায় লোডসেডিং বেড়েছে। চাহিদা অনুযায়ী বিদ্যুত পেলে লোডসেডিং কমে যাবে।

নালিতাবাড়ী বিদ্যুত উন্নয়ন অফিসের আবাসিক প্রকৌশলী সুশান্ত পাল বলেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় লোডসেডিং হচ্ছে।

 

একুশে সংবাদ/আ.মো.উ/সা.আ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!