AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় প্রচণ্ড খরায় ঝরে পড়ছে আম-লিচুর গুটি


ভাঙ্গুড়ায় প্রচণ্ড খরায় ঝরে পড়ছে আম-লিচুর গুটি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রচণ্ড খরা ও তাপদাহে ঝরে পড়ছে আম-লিচুর গুটি। সেচ দিয়েও গুটি ঝরে যাওয়া ঠেকানো যাচ্ছে না।

মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, তুলনামূলকভাবে আম-লিচুর উৎপাদন কম। এছাড়াও বেশিরভাগ বাগানে আম-লিচুর গুটি মাটিতে ঝরে পড়ে আছে। 

ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টারপাড়া এলাকার চাষি ওমর ফারুক বলেন, এবার আম-লিচুর প্রচুর গুটি এলেও খরায় ঝরে পড়েছে। কয়েকদিন থেকে গাছের গোড়ায় পানি দিচ্ছি। কিছু কিছু গাছেই শুকিয়ে গেছে। সেচ দিয়েও  গুটি ঝরে যাওয়া ঠেকানো যাচ্ছে না।

উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণেই আম ও লিচুর ফলনে বিরূপ প্রভাব পড়ছে।

ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান বলেন, অতিরিক্ত খরার কারণে আম-লিচুর গুটি ঝরে পড়ছে। চাষিদের গাছের গোড়ায় সেচ দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!