নাটোরের বড়াইগ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে বনপাড়া পৌরসভা ও বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) বিকেল ২ঘটিকা হতে ৪টা পর্যন্ত মৌখাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন এর সভাপতিত্বে এই লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাঠি খেলার উদ্বোধন করেন বনপাড়া পৌরসভার বার বার নির্বাচিত মেয়র কে এম জাকির হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ফজের আলী, সাবেক জেলা পরিষদের সদস্য মৌটুসী আক্তার এছাড়াও এলাকার গনমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও খেলা দেখার বিভিন্ন গ্রাম থেকে আগত উৎসুক জনতা।
লাঠি খেলা বড়াইগ্রামে যুগ যুগ ধরে চলে আসছে সচারাচর এই খেলা দেখায় যায় না। আজকের লাঠি খেলায় অংশ নেন মহিষভাঙ্গা গ্রামের যুবক, তরুন ও বয়স্করা।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

