সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবি নিয়ে প্রেমিক মহিবুল্লাহ বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী।
রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার তালম ইউনিয়নের ওপর সিলেট গ্রামে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন তিনি।
তরুণী জানান, চার বছর আগে তালম ইউনিয়নের সিলেট গ্রামের জামাল মুন্সির ছেলে মহিবুল্লাহ সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় থেকে মহিবুল্লাহর সঙ্গে তার প্রেম চলছে। প্রেমের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতিতে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। রোববার প্রেমিক মহিবুল্লাহ তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পরে বিয়ের দাবি নিয়ে ওই বাড়িতে অনশন শুরু করেন তিনি।
ঘটনা জানাজানি হবার পর তরুণীর প্রেমিক ও তার পরিবারের সদস্যদের বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।
এ বিষয়ে তাড়াশ অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

