মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের (পহেলা বৈশাখ) ছুটিতে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর, আমঝুপি নীলকুঠি, ভাটপাড়ার ডিসি ইকোপার্কসহ জেলার বিভিন্ন বিনোদনকেন্দ্রে মানুষের ঢল নেমেছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে এ সব বিনোদনকেন্দ্রে ঘুরতে আসেছেন ভ্রমণপিপাসুরা।
রবিবার (১৪ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, আমঝুপি নীলকুঠি ও ভাটপাড়া ডিসি ইকোপার্ক। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে বিনোদনকেন্দ্রগুলো।

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন তামান্না নামে স্থানীয় এক নারী। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে এখনও দাঁড়িয়ে আছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। এখানে যখনই আসি, তখনই মন থেকে ভালো লাগা কাজ করে।’

নার্থকুীষ্টিয়া থেকে আমঝুপি নীলকুঠিতে পরিবার নিয়ে ঘুরতে আসেন জাহিদ হাসান। তিনি বলেন, ‘ঈদের টানা ছুটি ও পহেলা বৈশাখে স্ত্রী, ছেলে-মেয়ে ঘুরতে যাওয়ার বায়না ধরে। সে কারণেই এখানে আসা। এসে ভালোই লাগছে। অন্যান্য দিনের চেয়ে মানুষের আনাগোনা বেড়েছে।’

চুয়াডাঙ্গা থেকে ভাটপাড়ার ডিসি ইকোপার্কে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন নিঝুম। তিনি বলেন, ‘ঈদের চতুর্থ দিন মেহেরপুরের প্রতিটি বিনোদনকেন্দ্র ঘুরে দেখার ইচ্ছে রয়েছে। এ জন্য আগে থেকে পরিকল্পনা করে সকালেই বন্ধুদের নিয়ে বের হয়েছি। মোটামুটি সব জায়গায় ঘোরা শেষ। এখন মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স দেখতে যাবো।’
একুশে সংবাদ/এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

