AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বের দীর্ঘতম আলপনায় সাজছে হাওরের অলওয়েদার সড়ক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
১২:৫০ পিএম, ১৩ এপ্রিল, ২০২৪
বিশ্বের দীর্ঘতম আলপনায় সাজছে হাওরের অলওয়েদার সড়ক

পহেলা বৈশাখ কে উদ্দেশ্য করে আলপনার রঙে রাঙিয়ে সাজানো হচ্ছে কিশোরগঞ্জের মিটামইন হাওরে ১৪ কিলোমিটার অলওয়েদার সড়ক।

১২ এপ্রিল (শুক্রবার) বিকালে বাঙালির সংস্কৃতি তুলে ধরতে কিশোরগঞ্জের হাওরের বুকে নির্মিত দৃষ্টিনন্দন মিঠামইনের ১৪ কিলোমিটার অলওয়েদার সড়কে শুরু হয়েছে ৬৫০ জন শিল্পীর অংশগ্রহনে উৎসব-আলপনা বৈশাখ ১৪৩১। এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশান এবং বার্জার পেইন্টস এর যৌথ উদ্যোগে শিল্পীরা রাজপথ রাঙ্গিয়ে তুলতে মিঠামইন অলওয়েদার সড়কে জড়ো হয়েছে।

এবারের আলপনায় বৈশাখ ১৪৩১ কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্টে থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্টে পর্যন্ত ১৪ কিলোমিটার অংকন এর মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আলপনা তৈরির বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্ঠা নেওয়া হয়েছে।

গত ৬ এপ্রিল ঢাকার ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনে

আলপনা আঁকার আয়োজন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করা হয়।এতে আয়োজকরা ঘোষনা দেন বৈশাখের মুগ্ধতা ছড়াতে ঢাকা সহ দেশের মোট ৩ টি স্থানে আলপনা আঁকার উদ্যোগ গ্রহন করা হয়েছে।এর মধ্যে মিটামইনে শুক্রবার শুরু হওয়া অঙ্কন শেষ হবে রবিবার।শনিবার একই সাথে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এবং খুলনার শিববাড়ি মোড়ে অঙ্কন শুরু হবে।

মিটামইন জিরোপয়েন্টে আয়োজিত "আলপনায় বৈশাখ ১৪৩১" অঙ্কন অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বার্জার পেইন্টস লিমিটেড এর পরিচালক মহসিন হাবিব, বাংলালিংক এর চিফ হিউম্যান রিসোর্স কর্মকর্তা মঞ্জুলা মোর্শেদ,চিত্র শিল্পী মোঃ মনিরুজ্জামান,

গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিআইজি হারুনুর রশিদ,কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার রাসেল শেখ বিপিএম (সেবা),(পিপিএম বার),কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ,জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.জিল্লুর রহমান সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

"আলপনায় বৈশাখ১৪৩১" অনুষ্টানের প্রশংসা করে প্রধান অতিথি সংসদ সদস্য, আসাদুজ্জামান নূর এমপি, তার বক্তব্যে বলেন,হাওরের অলঅয়েদার সড়কের আলপনা আঁকার পর বিশ্বরেকর্ড হিসেবে নথিভুক্ত করার উদ্যোগ নিবেন।

বক্তব্য শেষে উপস্থিত সকলে "আল্পনায় বৈশাখ ১৪৩১" অনুষ্ঠানের উদ্বোধন করেন। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে হাওরে দৃষ্টিনন্দন সড়কটি রঙিন সাজে সজ্জিত হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!