AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত


সরিষাবাড়ীতে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ারভিটা গ্ৰামে সোমবার সকালে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বোরহান উদ্দীনের সঞ্চালনায় ও আলোচনায় বৈঠকটি পরিচালিত হয়। গ্ৰামীণ জনপদের নারীদের সচেতন করতে বৈঠকে  রক্তদানে সচেতনতা, থ্যালাসেমিয়ার কুফল, গর্ভবতী মায়েদের জন্য সন্তান প্রসবের পূর্বেই দুজন রক্তদাতা প্রস্তুত রাখার বার্তা, রক্তের অভাবে গর্ভবতী মা এবং সন্তানের মৃত্যু প্রতিরোধে সচেতনতা মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে আলোচনা করা হয়। বাল্যবিবাহকে না বলেই স্লোগানের মাধ্যমে মেয়েদের ছেলে মেয়েদের বাল্যবিবাহ দেওয়া এবং করানো বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ হন। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ব্লাক ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের দায়িত্বশীল রাজিবুল ইসলাম রিপন, শিহাব, শাকিল আহমেদ, ওমর ফারুক, ভলান্টিয়ার নিপা, নুপুর, লিমনসহ আরো অনেকেই।

ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের পক্ষ থেকে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠক কার্যক্রম নিয়ে বোরহান উদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষদের সচেতন করতে উঠান বৈঠকের মাধ্যমে আমরা সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে যাচ্ছি। আমরা চাই সচেতনতার বার্তার মাধ্যমে মানুষ সচেতন হোক এবং সচেতন হয়ে ব্যক্তি জীবনে কাজে লাগান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!