AB Bank
ঢাকা বুধবার, ২২ মে, ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

মসজিদের অজুখানায় মিলল ফুটফুটে নবজাতক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
১০:১২ পিএম, ৪ এপ্রিল, ২০২৪
মসজিদের অজুখানায় মিলল ফুটফুটে নবজাতক

কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের অজুখানা থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের একটি মসজিদের অজুখানা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন।

তিনি জানান, বুধবার রাত ১টার দিকে মসজিদের অজুখানায় নবজাতক শিশুর কান্না শুনতে পান স্থানীয়রা। পরে নবজাতক শিশুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। রাতেই পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সকালে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ মহোদয় হাসপাতালে এসে শিশুটির খোঁজ খবর নেন।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু বলেন, ‘বুধবার দিবাগত রাত ১টার পর হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় ওই শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।’

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

 

Link copied!