AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেকনাফে অপহৃত ৫ কৃষক: ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কক্সবাজার
১২:৫৪ পিএম, ২৩ মার্চ, ২০২৪
টেকনাফে অপহৃত ৫ কৃষক: ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফের হ্নীলায়, অপহরণের দুইদিন পার হলেও উদ্ধার হননি পাঁচ কৃষক। অপহরণকারীরা ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। কৃষকদের ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। পুলিশ জানায়, তাদের উদ্ধারে অভিযান চলছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে পাহাড়ের জুম ফসল পাহারার সময় অপহরণ হন টেকনাফের হ্নীলার পাঁচ কৃষক। তারা একে অপরের স্বজন। তাদের অপহরণের পর পরিবারের কাছে প্রত্যেকের জন্য পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা।

অপহৃত একজনের বাবা আব্দুর রহিম বলেন, আমরা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। আমাদের ছেলেরা রাতে খেতে কাজ করে। বাড়ি তৈরি করে খেত পাহারার জন্য পাঁচ থেকে ছয়জন থাকত তারা। দস্যুরা তাদের অপহরণ করে নিয়ে গেছে। এখন জন প্রতি পাঁচ লক্ষ করে মুক্তিপণ চাইছে।

টেকনাফে কয়েকদিন পর পর ঘটছে অপহরণের ঘটনা। যার কারণে আতঙ্কে দিন পার করছেন পাহাড়ি এলাকার চাষিরা।

এক চাষি জানান, ছেলেরা পাহারা দেওয়ার জন্য খেতের কাছে বাড়ি বানিয়ে থাকে। এখান থেকে গত বছরও দুইজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। ছয় লাখ টাকার বিনিময়ে তাদের উদ্ধার করা হয়েছে।

এ প্রসঙ্গে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশের মোহাম্মদ আলী জানান, স্থানীয় সন্ত্রাসী ও রোহিঙ্গারা মিলে এ অপহরণ কার্যকম চালাচ্ছে। তারা অনেক সময় ধরা পড়লেও দুই-এক মাস পর জেল থেকে বেরিয়ে আবার একই কাজ শুরু করে।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, অপরাধীদের ধরতে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে।

 

একুশে সংবাদ/সা.আ

 

 

 

Link copied!