কালীগঞ্জে হিরোইন, ইয়াবা ও গাজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল মিশন এলাকার জমজম হোটেলের সামনে অভিযান চালিয়ে তিন জন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা কালীগঞ্জ পৌর এলাকার চান্দাইয়া গ্রামের শৈবাল চন্দ্র ঘোষ (৩১), দড়িসোম গ্রামের তরিকুল ইসলাম সোহাগ (২৭) ও কাপাইস গ্রামের আতিকুল শেখ (২২)। ডিবি পুলিশ আসামীদের দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হিরোইন ও ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা করে। তারা দীর্ঘদিন যাবৎ নিজ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। ডিবি পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২১(৩)২৪।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে। আসামীদের ডিবি কার্যালয় হতে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

