ঠাকুরগাঁওয়ের হরিপুরে মহেন্দ্র গাড়ীর চাকায় পিষ্ট হয়ে সামাদ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর হলদিবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিতহ সামাদ হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে ও সে হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাঙ্গীপাড়া ইউনিয়নের হলদিবাড়ি এলাকার ইউপি সদস্য তুষার হোসেন।
উপজেলার চৌরঙ্গী শ্রীপুর বাজার থেকে হলদিবাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন সড়কে মহেন্দ্র গাড়ীর চাকায় পিষ্ট হয়ে সামাদের মৃত্যু হয়েছে।
স্হানীয়রা জানান,বাজার করে নিয়ে ফেরার পথে একটি দ্রুতগামী মহেন্দ্র ট্রাক তাকে ধাক্কা দিলে সে পাকা রাস্তার উপর পড়ে যাই এবং সেই মহেন্দ্র ট্রাক এর চাকার চাপায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে মৃত্যু হয়।
জানা গেছে সাইকেল যোগে সামাদ পরিবারের জন্য ইফতার নিয়ে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
একুশে সংবাদ/আ.আ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

